Question Solution
তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন?

তাওহীদ হল আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়। তাওহীদ শব্দের অর্থ হল “একত্ববাদ’। মহান আল্লাহ এক ও
অদ্বিতীয় এবং তাঁর কোন শরিক নেই এই বিশ্বাসের নাম হল তাওহীদ।
পবিত্র কুরআনে মহান আল্লহ বলেনঃ
তিনিই আল্লাহ। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই” (সূরা আল-বাকারা, আয়াত ২৫৫)
সুতরাং তাওহীদে বিশ্বাস করা মানুষের জন্য খুবই প্রয়োজন। কারন,
ক) ইসলামের সকল বিধি-বিধান তাওহীদের উপর প্রতিষ্ঠিত। আর ইসলামের মূল বিষয় হল সালাত, যাকাত, সাওম,
হজ -সকল ইবাদতই এক আল্লাহর জন্য।
খ) মুসলিম হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান আনা। আর ঈমানের শুরু হল তাওহীদে বিশ্বাস করা। যতক্ষণ পর্যন্ত কেউ
তাওহীদে বিশ্বাস করবে না সে মুমিন বলে গণ্য হবে না।
Facebook Comments