অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্টের সমাধান

অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্টের সমাধান:

১. সহপাঠীর যেসকল আচরণে মুনাফিক মনে হবে সে আচরণগুলো নিচে লিখা হলোঃ

মুনাফিকের চিহ্ন হলো তিনটিঃ ১, কথা দিয়ে কথা রাখেনা, ২, মিথ্যা কথা বলে এবং ৩, আমানতে খিয়ানত করে।  এসকল আচরণ যদি আমার সহপাঠীর মধ্যে লক্ষ্য করা যায় তাহলে সে মুনাফিকে পরিণত হবে।

Class 8 Islam & Moral education Assignment Solution

২. মুনাফিকের আচরণগুলো অত্যান্ত ক্ষতিকর। কারণ মুনাফিক যদি কাউকে কথা দেয় তাহলে সে কথা রাখে না এর ফলে ব্যক্তির অনেকবড় ক্ষতি হতে পারে। তাছাড়াও কাউকে মিথ্যা কথা বলে বিপদে ফেলতে পারে। এবং কোনো ব্যক্তি যদি মুনফিকের কাছে কিছু আমানত রাখে তাহলে মুনাফিক সেই আমানত খিয়ানত করবে এর ফলে ব্যক্তি তার গচ্ছিত জিনিস ফেরত পাবে না। এই সকল কারণে  মুনাফিক অত্যান্ত ক্ষতিকর।

৩. উক্ত বিষয়টি অত্যান্ত ভয়াবহ। মুনাফিকে স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনফিকরা হলো ইসলামের শত্রু। তাদের কোনোভাবেই বিশ্বাস করা উচিত না। তারা সবসময় মুমিনদের ক্ষতি চায়।

৪. সহপাঠী মুনাফিকি আচরণ দূর করার উপায় হলোঃ তাদের সবময় ইসলামের আলোকে জ্ঞান দিতে হবে। সুন্দরভাবে নরম করে বোঝাতে হবে। কর্কশ ভাবে বললে তারা বুঝবে না বরং আরো খারাপ হয়ে যাবে। তাদের বোঝাতে হবে মুনাফিকের শেষ পরিণতি কি হবে। জাহান্নাম কতটা ভয়াবহ সে সম্পর্কে অবগত করতে হবে। আমার মনে হয় উক্ত বিষয়গুলো দ্বারা একজন মুনাফিক ব্যক্তির আচরণ পরিবর্তন হবে।

৫. সহপাঠী মুনাফিকি আচরণ দূর করার উপায় হলোঃ তাদের সবময় ইসলামের আলোকে জ্ঞান দিতে হবে। সুন্দরভাবে নরম করে বোঝাতে হবে। কর্কশ ভাবে বললে তারা বুঝবে না বরং আরো খারাপ হয়ে যাবে। তাদের বোঝাতে হবে মুনাফিকের শেষ পরিণতি কি হবে। জাহান্নাম কতটা ভয়াবহ সে সম্পর্কে অবগত করতে হবে। আমার মনে হয় উক্ত বিষয়গুলো দ্বারা একজন মুনাফিক ব্যক্তি মুমিনে পরিবর্তন হবে।

Facebook Comments

Updated: March 19, 2021 — 5:51 am

The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *