বর্তমানে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখায় ই-লার্নিং এর ভূমিকা- বিষয়ক ২৫০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করা হলোঃ

বর্তমানে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখায় ই-লার্নিং এর ভূমিকা- বিষয়ক ২৫০ শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করা হলোঃ

 

প্রতিবেদনের প্রকৃতিঃ কালে কণ্ঠ (যেকোন পত্রিকার নাম দিলেই হবে)

প্রতিবেদনের বিষয়ঃলার্নিং এর ভূমিকা

প্রতিবেদনের সময়ঃ সকাল ৮ঃ০টা ( যেসময় ্লিখবেন সেময় দিতে হবে)

প্রতিবেদনের তারিখঃ ১১-০৬২০২১ ( যে তারিখে লিখবে্ন সে তারিখ দিতে হবে)

প্রতিবেদনের স্থানঃ চারঘাট, রাজশাহী ( যে স্থান থেকে প্রতিবেদন লিখবেন সে স্থানের নাম দিতে হবে)

প্রতিবেদনের শিরোনামঃ করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইলার্নিং এর ভূমিকা অপরসীম। 

৯ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্টের সমাধান ৬ষ্ঠ সপ্তাহের

Notice

ই-লার্নিং এর অর্থ হচ্ছে ইলেক্ট্রিক লার্নিং অর্থাৎ ইলেক্ট্রিক উপায়ে শিক্ষা গ্রহণ করা। পৃথীবিতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্যপ্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরির্তন হতে শুরু করেছিল ই-লার্নিং ই-লার্নিং শব্দটি ইলেক্ট্রিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্য সিডি রম, ইন্টারনেট, ব্যক্তিগত ইন্টারনেট কিংবা টেলিভিশন চ্যানলে ব্যবহার করার পদ্ধতকে বুঝিয়ে থাকি। মনে রাখতে হবে ই-লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতির পরিপূরক। 

Class 9 ICT Assignment Solution 2021 (6th Week)

Class 9 ICT Assignment Solution 2021 (6th Week)

সারা পৃথিবীতে ইলার্নিং এর জন্য নানা উপকরণ তৈরি হতে শুরু করেছে পৃথিবীর বড় বড় অনেক বিশ্ববিদ্যালয় অসংখ্য কোর্স অনলাইনে উন্মুক্ত করে দিয়েছে এবং যে কেউ সে কোর্স গ্রহণ করতে পারে বিষয়টি নিয়ে নানা ধরনের পরীক্ষানিরীক্ষা হচ্ছে এবং অনেক সময় একজন সে কোর্সটি নেয়ার পরে  তা ব্যবহার করে তার হোমওয়ার্ক জমা দিয়ে কিংবা অনলাইনে পরীক্ষা দিয়ে সেই কোর্সটির প্রয়োজনীয় ক্রেডিট অর্জন করতে পারছে

আমাদের বাংলাদেশে ইলার্নিং এর অনেক বড় বড় সুযোগ আছে, কারণ অনেক বড় বড় সীমাবদ্ধতা আসলে ই-লার্নিং এর ব্যবহার করে সমাধান করে ফেলা সম্ভব তবে প্রচলিত ই-লার্নিং এর জন্য ইন্টারনেট স্পিড, প্রয়োজনীয় অবকাঠামো এবং শিক্ষা শিখন সামগ্রী তৈরি করার প্রয়োজন রয়েছে বর্তমান সরকার গুরুত্বের সাথে এ ধরনের শিখন সামগ্রী তৈরি করছে এতে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা অর্জন করতে সক্ষম হচ্ছে এর ফলে একজন শিক্ষার্থী করোনাকালীন সময়ে ঘরে বসেই তার শিক্ষা গ্রহণ করতে পারছে এর ফলে তাকে বিদ্যালয়ে যেতে হচ্ছে না, কোনো শিক্ষকের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। এর কারণে শিক্ষার্থী সম্পূর্ণ করোনা থেকে দূরে থাকতে পারছে তাই নিঃসন্দেহে বলা যেতে পারে, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইলার্নিং এর ভূমিকা অপরসীম। 

নিজেস্ব প্রতিবেদক, কালের কণ্ঠ।

প্রতিবেদকের স্বাক্ষরঃ

মূর্তজা (বাংলা যে লিখছে তার নাম লিখতে হবে)

Recommended for you:

HSC Vocational Bangla Assignment Answer 2021

 

Class 7 Assignment 2021- সপ্তম শ্রেণির এসাইনমেন্ট ২০২১

 

Class 8 Assignment 2021 – অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২১

 

Join our official Facebook group and like our official       Facebook page.

Facebook Comments

Updated: June 11, 2021 — 3:12 am

The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *