কুরবানির ঈদের নতুন গজল ২০২১- জনপ্রিয় ইসলামিক গজল
ঈদ মানে আনন্দ। বছরে ঈদ দুইবার আসে। একটি হলো ঈদুল ফিতর ও অন্যটি হলো ঈদুল আযহা। একজন মুসলমানের এই দুইটা উৎসব ব্যতিত অন্য কোনো উৎসবে শরিক হতে পারে না। মুসলিমদের জন্য মহান আল্লাহ তায়ালা এই দুইটি ঈদ দিয়েছেন। কুরবানি হচ্ছে সুন্নত এবং যাদের সামর্থ আছে তাদের জন্য ফরজ।
ডাউনলোড বাংলা অডিও গজল
প্রতিবার ঈদের মতো এবারো থাকছে নতুন নতুন ইসলামিক গজল। বাঙ্গালী হচ্ছে সংস্কৃতি প্রিয়। তারা কোনো অনুষ্ঠান বাদ দেয় না। প্রতিটা ইভেন্টস তারা জাকজমকের সাথে পালন করে থাকে। তাই তারা কোরবানির ঈদও অনেক আনন্দের সাথে পালন করে থাকে। ঈদুল আযহার সব থেকে আনন্দের বিষয় হলো কুরবানির পশু কেনা। সত্যিই এটা খুবই আনন্দ দেয়, কারণ কোরবানির পশু হাটে কিনতে গিয়ে অনেক মানুষের সাথে দেখা হয়, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ আসে পশু কিনতে। কেউ আসে পশু কিনতে আবার কেউ আসে পশু বিক্রি করতে।
ঈদুল আযহার নতুন গজল ২০২১
কোরবানি যাদের সামর্থ আছে তাদের জন্য ফরজ। আর যাদের সামর্থ নাই তাদের কোরবানি না দিলেও হবে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। প্রতি ঈদে নতুন নতুন গজল, গান, নাটক, সিনেমা, টেলিফিল্ম, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এগুলো করা হয় মূলত মানুষের বিনোদন দেওয়ার জন্য।
Recommended for you:
How To Reset Password Tpmifi Mobile (Pocket) Router
GP Bondho Sim Offer 2021- গ্রামীণফোন বন্ধ সিমের অফার ২০২১
Join our official Facebook group and like our official Facebook page.
Facebook Comments