ব্যবসায় পরিকল্পনা কি?
পরিকল্পনা কোন কাজের অর্ধেক। ব্যবসা শুরু করতে হলে দরকার একটি কার্যকারী পরিকল্পনা। তাই ব্যবসায় সফলতা অর্জন করতে চাইলে দরকার একটি সঠিক পরিকল্পনা। সুতরাং ব্যবসা শুরু করতে গেলে ৩-৪ বছর একটি উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তাই প্রত্যেক ব্যক্তির ব্যবসা শুরু করার আগে ব্যবসা পরিকল্পনা কি জানা দরকার।
ব্যবসায় পরিকল্পনা কী?
ব্যবসা পরিকল্পনা হল একটি লিখিত পরিকল্পনা যা ব্যবসা শুরু করার আগে তৈরি করা হয়। এককথায় সাধারণত একটি নতুন ব্যবসা কীভাবে তার লক্ষ্য অর্জন করবে সে সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। একে ব্যবসায়িক পরিকল্পনাও বলা হয়।
এক কথায় , ব্যবসায়িক কার্য সম্পাদনের জন্য যে ধরনের পরিকল্পনা করা হয় তাকে ব্যবসা পরিকল্পনা বলে।
আরও দেখুনঃ
খ. সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত পণ্যগুলাে কোন শিল্পের অর্ন্তগত বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে প্রদত্ত তথ্য মতে এ খাতের বিকাশ সম্ভব বলে মনে করাে কী? মতামত দাও।
Recommended for you: সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝায় ব্যাখ্যা কর?
1 Comment
Add a Comment