বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদশের প্রায় ৭০ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। কৃষি এমন একটি পেশা যেটার সাথে সকল বিষয় অঙ্গাঅঙ্গীভাবে মিশে আছে। মানুষের প্রধাণত মৌলিক চাহিদা ৫টি। যেগুলো হলোঃ ১. অন্য; ২, বস্ত্র; ৩, বাসস্থান; ৪, চিকিৎসা ও ৫, শিক্ষা। একজন মানুষ যদি কৃষি কাজের সাথে জড়িত থাকে তাহলে সে ব্যক্তি তার প্রধাণ ৫টি মৌলিক চাহিদ পূরণ করতে পারবে। কারণ কৃষির সাথেই মানুষের ৫টি মৌলিক চাহিদা জড়িত। নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
১. অন্য/খাদ্যঃ
অন্য বা খাদ্যের প্রধান উৎস হচ্ছে কৃষি। আর বাংলাদেশ যেহেতু কৃষি প্রধাণ দেশ সেহেতু মানুষের খাদ্য(মৌলিক চাহিদা) পূরণে কোনো ধরণের সমস্যা হবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ তা মৌলিক চাহিদা (খাদ্য) পূরণে সক্ষম। কেউ খাদ্যের অভাবে মরে না। তাই বলা যায় খাদ্য(মৌলিক চাহিদা) কৃষি কার্যক্রমের মাধ্যমে সম্ভব।
Class 6 Agriculture Assignment Solution 2nd Week
২. বস্ত্র
বাংলাদেশের ছোট বড় অনেক পোশাক কারখানা রয়েছে। আর সেই পোশাক কারখানার কাঁচামাল আসে কৃষির মাধ্যমে। যেমন একটি কাপড় তৈরি করতে প্রয়োজন সূতা আর সূতা তৈরি হয় তুত গাছের পোকা রেশম থেকে। তুত গাছের রেশম পোকা ছাড়া সূতা তৈরি করা সম্ভব না। আর সূতা ছাড়া কাপড় তৈরি করা সম্ভব না। কারণ কাপড় তৈরির প্রধান উপাদান সূতা। তাই বলা যায় কৃষি কাজের মাধ্যমে বস্ত্র (মৌলিক চাহিদা) পূরণ করা সম্ভব।
৬ষ্ঠ শ্রেণির কৃষি এসাইনমেন্টের সমাধান ৩য় সপ্তাহ
৩. বাসস্থান
একটি বাড়ি বানাতে প্রয়োজন কাঠ,বাশ,চালা,জানালা,দরজা ইত্যাদি। আর সকল উপাদানের মূল উৎস হলো কৃষি। কাঠ বলতে গাছের ফারাই করা কাঠকে বোঝানো হয়েছে যেটা কৃষি কাজের অন্তরভূক্ত, বাশ, চালা,জানালা,দরজা সবই হচ্ছে কৃষির আওতাভূক্ত। একজন মানুষ যদি কৃষি কাজ করে তাহলে সে তার নিজের বাসস্থানের ব্যবস্থা করে নিতে পারবে। তাই বলা যায় বাসস্থান কৃষি কার্যক্রমের মাধ্যমে সম্ভব।
৪. চিকিৎসা
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হয়ে থাকে। আর এই অসুখ-বিসুখে সুচিকিৎসা পাওয়া মৌলিক অধিকারের অন্তরগত। এখন প্রশ্ন হচ্ছে কৃষি কিভাবে চিকিৎসা দেওয়? উত্তরঃ অনেক ধরণের ঔষধী গাছ যেগুলো অনেক কঠিন রোগ থেকে মুক্তি দেয়। উদাহরণ তুলসি গাছঃ তুলসি গাছের পাতা খেলে কাশী ভালো হয়ে যায়; পাথরকুচি গাছের পাতা খেলে পেট পরিষ্কার হয়ে যায়; আবার নিম পাতা ও নিম গাছের ছাল অনেক চর্ম রোগ থেকে মুক্তি দেয়।তাই বলা যায় কৃষি কার্যক্রমের মাধ্যমে মৌলিক চাহিদা পূরণ সম্ভব।
৫. শিক্ষা
একজন কৃষক যদি অশিক্ষিত হয় তাহলে সে কিন্তু ফসল চাষ করে লাভবান হতে পারবেন না বরং ক্ষতিগ্রস্ত হবেন। কেননা কৃষি কাজ করতে হলে কোন মোসুমে কোন ফসল লাগাতে হয়; কোন ফসলে কতটুকে কীটনাশক দিতে হয় এবং কখন কোন ফসলে সেচ দিতে হয় এগুলো শুধু একজন কৃষক জানেন। তাছাড়াও শিক্ষা কাজে লাগে বই,খাতা এবং কলম আর এই সকল উপাদান তৈরি হয় কৃষির মাধ্যমে। বই এবং খাতা এগুলো তৈরি বিভিন্ন ধরণের গাছ এবং বাঁশ থেকে বই এবং খাতা বানানো হয়। তাই বলা যায় কৃষি কার্যক্রমের মাধ্যমে মৌলিক চাহিদা পূরণ সম্ভব।
Recommended For You:
1. Class 6 English Assignment Solution 2nd Week- ৬ষ্ঠ শ্রেণীর ইংরেজি এসাইনমেন্টের উত্তর ২য় সপ্তাহ
4.৬ষ্ঠ শ্রেণীর বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২১ (১ম সপ্তাহের)
Join our official Facebook group and like our official Facebook page.