নবম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা এসাইনমেন্ট সমাধান ২০২১ (২য় সপ্তাহের)
১. নাগরিকতাঃ
রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলে।
২. পরিবারঃ
সমাজ স্বীকৃত বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী-স্ত্রীর একত্রে বসবাসকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ ও মহিলা, তাদের সন্তানাদি, পিতামাতা এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে তাকে পরিবার বলে। ম্যাকাইভারের মতে, সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।
Class 9 Civics Assignment Answer 2021 (2nd Week)
৩. সমাজঃ
সংঘবদ্ধ সেই জনগোষ্ঠী যারা কোনো সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয়। অর্থাৎ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসাবাস করে, তখনই সমাজ গঠিত হয়। গ্রিক দার্শনিক আরিস্টটল যথার্থই বলেছেন, মানুষ স্বভাবগত সামাজিক জীব, যে সমাজে বসবাস করে না, সে হয় পশু, না হয় দেবতা ।
৪. রাষ্ট্রঃ
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই পৃথিবীতে ছোট-বড় সব মিলিয়ে প্রায় ২০০টি রাষ্ট্র আছে। অধ্যাপক গার্নার বলেন সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাব্জাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে।
৫. আন্তরজাতিক সংস্থাঃ
পৃথিবীর সকল দেশগুল স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেও দেশগুলোর পক্ষে একা চলা সম্ভব না । এর জন্য প্রয়োজন পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও বন্ধুত্ব যা বিশ্ব শান্তি এসব দেশের জন্য অপরিহার্য। এসকল দেশের মধ্যে শান্তি, আর্থিক অবস্থা, বৈদেশিক ব্যবস্যা ইত্যাদি নিয়ন্ত্রণ করে আন্তরজাতিক সংস্থা। আন্তরজাতিক সংস্থার মূল লক্ষ্য হলো পৃথিবীর সকল দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।
Recommended for you:
HSC Vocational Bangla Assignment Answer 2021
Class 7 Assignment 2021- সপ্তম শ্রেণির এসাইনমেন্ট ২০২১
Class 8 Assignment 2021 – অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২১
Join our official Facebook group and like our official Facebook page.