কালিমা তায়্যিবা ও কালিমা শাহাদতের অর্থঃ
কালিমা তায়্যিবাঃ
কালিমা তায়্যিবাঃ কালেমা তায়্যিবা শব্দের অর্থ পবিত্র বানী । লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ: আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। রাসুলুল্লাহ (সঃ) আল্লহর প্রেরিত রসুল।
কালিমা শাহাদতের অর্থঃ
“আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো (সত্য) উপাস্য নেই।” “এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা:) আল্লাহর বান্দা ও রসূল ” ।“আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো (সত্য) উপাস্য নেই” ।