নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এসাইনমেন্টের সমাধান ১ম সপ্তাহের
১৯৫২ সালে ভাষা আন্দোলন হয় । ১৯৫২ সালে যখন পাকিস্তানিরা ঘোষণা দেয় এবং উর্দুই হবে একমাত্র পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা, তখন বাঙালিরা রাজপথে নামে। ১৯৫২ সালে সেই মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চলাই নিহত হন রফিক,সফিক,বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকে। তাদের জীবন ত্যাগের মাধ্যমে আজকে আমরা আমাদের প্রাণের প্রিয় বাংলা মাতৃভাষায় কথা বলছি ।
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠেয় বিরোধী দলসমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর 6 দফা দাবি তুলে ধরেন কারণটি হলোঃ পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তানের রাষ্ট্রীয় চরম বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট লাভ করে 6 দফা শর্ত শাসনের দাবিনামায় । ছয় দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ।
১৯৭০ সালের ৭ই ডিসেম্বর সর্বপ্রথম একব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মুসলিম লীগ পাকিস্তান পিপলস পার্টি সহ আরো অনেক দল অংশগ্রহণ করে। নির্বাচনে ৫ কোটি ৬৪ লাখ ভোটারের মধ্যে পূর্ব-পাকিস্তানের ছিল ৩ কোটি ২২লাখ। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে ১৬২আসনের মধ্যে ১৬০আসন লাভ করে। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। আওয়ামী লীগ এককভাবে সকল গঠনে ছয় দফার পক্ষে গণরায় লাভ করে
উপরের আলোচনা সাপেক্ষে আমার যুক্তি হলোঃ উপরের চারটি ধাপ অনেক গুরুত্বপূর্ণ। উপরের চারটি ধাপ সহ আরো বিভিন্ন ধাপ এর ফলে বাংলাদেশের স্বাধীনতা সূচনা লাভ করে।
Answer credit : Sadia
Recommended for you:
HSC Vocational Bangla Assignment Answer 2021
Class 7 Assignment 2021- সপ্তম শ্রেণির এসাইনমেন্ট ২০২১
Class 8 Assignment 2021 – অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২১
Join our official Facebook group and like our official Facebook page.