৯ম শ্রেণীর জীব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১ (২য় সপ্তাহের)
নবম শ্রেণির জীব বিজ্ঞান এসানমেটের সমাধান আমরা দিচ্ছি শিক্ষার্থীদের সুবিধার জন্য। করোনা ভাইরাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসাইনমেন্টের নিয়ম করা হয়েছে।
নবম শ্রেণীর জীব বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২১ (২য় সপ্তাহের)
১. কোষের প্রকৃতি ও সংখ্যাঃ
সকল জীবকোষ এক রকম নয়। এদের মধ্যে গঠনগত পার্থক্য রয়েছে যেমন তেমনই আছে আকৃতি ও কাজের পার্থক্য। নিউক্লিয়াসের গঠনে ভিত্তিতে কোষ দুই ধরণের, আদি কোষ ও প্রকৃত কোষ।
২. নিয়ক্লিয়াসের গঠনঃ
জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটিই হচ্ছে নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার, বা নলাকার । সিভকোষ এবঙ্গ লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটড়ি কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলিসহ সব ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়প্লাজম, নিউক্লিওলাস, ক্রোমটিন জালিকা অংশগুলো দেখা যায়।
৩. সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহঃ
সাইটোপ্লাজমীয় অঙ্গানুসমূহ হলোঃ কোষকংকাল, রাইবোজাম, সেন্ট্রোজাম ইত্যাদি।
৪. কোষ বিভাজনঃ
যে পদ্ধতিতে জীবের দেহের বৃদ্ধি ঘটে এবং বংশ বিস্তার ঘটে তাকে কোষ বিভাজন বলে।
Class 9 Biology Assignment Answer 2021 (2nd Week)
৫. খাদ্যাভাসঃ
একজন মানুষের বেচে থাকার জন্য প্রতিদিন যে ধরণের খাদ্য গ্রহণ করে তাকে খাদ্যাভাস বলে।
৬. জনন পদ্ধতিঃ
যৌন প্রজনন ও জনঃক্রম দেখা যায়, এমন জীবে জননকোষ উৎপন্ন হয়। মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়। অপত্য জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। পুং ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে। পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলে। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে।
৭. ভ্রূণ গঠনঃ
নারী ও পুরুষের যৌন মিলনের ফলে নারীর ডিম্বানুতে যে বাচ্চা তৈরি হয় তাকে ভ্রূণ বলে।
Recommended for you:
HSC Vocational Bangla Assignment Answer 2021
Class 7 Assignment 2021- সপ্তম শ্রেণির এসাইনমেন্ট ২০২১
Class 8 Assignment 2021 – অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২১
Join our official Facebook group and like our official Facebook page.
Facebook Comments