সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসাইনমেন্টের সমধান ২০২১ (২য় সপ্তাহ)
ভাষা আন্দোলনের ঘটানাবলি ধারাবাহিকভাবে লেখা হলোঃ
১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়। ১৯৫২ সালে যখন পশ্চিমপাকিস্তানিরা (পাকিস্তান) ঘোষণা দেয় উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা তখন পুর্বপাকিস্তানিরা(বাংলাদেশ) আন্দোলনে রাজ পথে নামে। আর সেই আন্দোলন ঠেকাতে পুলিশ নির্বাচারে বাঙ্গালিদের ওপর গুলি চালাই। পুলিশের গুলিতে রফিক,সফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেক শহীদ হন।
Class 7 BGS Assignment Solution 2nd Week
১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশ এ দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছে। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করছে ইউনেস্কো।